About Me

My photo
সুপ্রিয় ড্রিমল্যান্ড কমিউনিটি, আমি "মোঃ নুরআলম"। আমি ৬ বছর ৩ মাস আগে দেশের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির আমার এই সোসিয়াল ব্লগ নেটওয়ার্কের এর সাথে যুক্ত আছি। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি। নিত্য নতুন টিপস পেতে আমার ব্লগে নিয়মিত চোখ রাখুন। www.bddreamland.blogspot.com

Label 1

Wednesday, November 17, 2021

অনলাইনে মানি ট্রান্সফার এর বিশ্বস্তত ওয়েবসাইট লিংক।

বিংশ শতাব্দীতে এসে খুব কম মানুষ ই আছে যারা Amazon, Alibaba, eBay, Go Daddy, NameCheap এর মতো সাইডের নাম শুনেনি। অনেক সময় ঐসব সাইট থেকে প্রযোজনীয় পন্যটি কিনতে অনেক সমস্যায় পরতে হয়। আমি এখানে আলোচনা করবো কিভাবে খুব সহজে এসব সাইড থেকে পন্য কিনতে পারবেন। প্রথমত আপনার পছন্দের পন্যটিকে কার্টে বা ঝুড়িতে যুক্ত করুন। সিপিং এড্রেস যুক্ত করুন, এরপর ডুয়েল কারেন্সি সম্বলিত মাস্টার কার্ডের সাহায্যে পেমেন্ট সম্পন্ন করুন। পেমেন্ট সম্পন্ন করার ২৪ থেকে ৭২ ঘন্টার ভিতরে আপনার ইমেলএ মেসেজ চলে যাবে যে আপনার পেমেন্ট সম্পূর্ন হয়েছে। Emultiway এর বেপারে বিস্তারিত জানতে ভিজিট করুন http://www.emultiway.com সারা বিশ্বে বহু কম্পনি আছে যারা আপনার হয়ে প্রডাক্ট রিসিভ করে কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে এনে দিবে। DHL, FedEx এর মধ্যে অন্যতম। এরা সারা বিশ্ব তাদের কুরিয়ার সার্ভিস প্রদান করে থাকে। বিস্তারিত এদের টার্মস এন্ড কন্ডিশন পরে নিবেন। এখন যদি আপনার কাছে ডুয়েল কারেন্সির মাস্টারকার্ড না থাকে অথবা ডলার কিনতে হয় তাহলে দেশি সেলারের থেকে কিনতে পারেন অথবা ব্যাংক থেকে কিনতে পারেন। দেশি সেলারের মধ্যে Emultiway ডলার কেনা বেচায় বেস্ট সার্ভিস দিচ্ছে, ট্রাই করে দেখতে পাবেন। এখন যদি আপনার মাস্টার কার্ড না থাকে তো কিভাবে কিনবেন? প্রডাক্টটি কার্টে বা ঝুড়িতে যুক্ত করার পর Emultiway এর সাথে যোগাযোগ করলে তারা তাদের নিজস্ব কার্ড দিয়ে আপনার পেমেন্ট কমপ্লিট করে দিবে, তবে অবশ্যই কোনো সাইডের সাথে আর্থিক লেনদেন করার পূর্বে, তাদের টার্মস এন্ড কন্ডিশন পরে নিবেন।
Read more

Wednesday, November 7, 2018

কুর আন শরীফ তিলাওয়াতের কতিপয় আদাব,প্রতিটা মুসলিম ভাই বোনদের জানা দরকার।

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আসাকরি সবাই ভালো আছেন,আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। খারাপ থাকবেনই বা কেন, কারন; আপনি তো আছেন ড্রিমল্যান্ড এর সাথে। তো চলুন শুরু করা যাক ⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵ আজকে আপনাদের সামনে একটি ইসলামীক পোস্ট নিয়ে হাজির হলাম। আসলে আমরা অনেকেই কুরআন শরীফ তিলাওয়াত করি,কিন্তু না জানার কারনে বিভিন্ন সময়ে আদবের বরখেলাপ হয়। তাই আজকে কুরআন তিলাওয়াতের ১৩ আদাব সম্পর্কে আলোচনা করবো,ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি,,,,,,,,, (১)...মিসওয়াক ও ওযূ করিয়া পবিত্রতা হাসিল করিতে হবে।নিরব ও পবিত্র স্থানে কেবলামূখী হইয়া নামাজে বসিবার মত আদবের সাথে বসিবে,কোন কিছুর উপর হেলান দিয়া বা কুরআন শরীফের উপর ভর করিয়া বসিবেনা।কুরআন শরীফককে কোনো কিছুর উপর রাখিয়া তিলাওয়াত করিবে। (২)...তিলাওয়াতের পূর্বে কয়েকবার দরুদপাঠ করিবে।আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে তিলাওয়াত শুরু করবে। (৩)...হিফজ বা মুখস্থ করিবার নিয়ত না থাকিলে সাধারণ গতিতে ধীর-স্থিরে অক্ষরের সঠিক উচ্চারন করিয়া তিলাওয়াত করিবে। (৪)...যদি সম্ভব হয় কালামে পাকের অর্থ বুঝিয়া তিলাওয়াতের চেষ্টা করিবে। অর্থ না বুঝিলেও যে শব্দগুলি পড়িবে উহাদের প্রতি দৃঢ়ভাবে খেয়াল রাখিবে। (৫)...তিলাওয়াতকারী নিজের শ্রবণ শক্তিকে সদা সজাগ রাখিবে এবং মনে করিবে আল্লাহর নির্দেশে তাহার কালামের তিলাওয়াত হইতেছে এবং তাহা আপনি নিজ কানে শুনিতেছেন, আল্লাহ তায়ালাও তাহা শুনিতেছে। (৬)...একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কালামে পাক তিলাওয়াত করিবে।অপর কাউকে দেখাইবার উদ্দেশ্যে তিলাওয়াত করলে কোন সওয়াব হবেনা। (৭)...রিয়া বা লোক দেখানোর আশংকা থাকিলে বা অন্য কাহারো কষ্ট বা অসুবিধা হইলে আস্তে আস্তে পরিবে। অন্যথায় স্বাভাবিক আওয়াজের সাথে পড়াই শ্রেয়। (৮)...সিজদার আয়াত পাঠ করিলে সাথে সাথে দাড়াইয়া "আল্লাহুআকবার" বলে সিজদায় যেতে হবে এবং সিসদার তাসবীহ "সুবহানা রব্বিয়াল আ'লা" তিনবার পড়িবে, পুনরায় আল্লাহুআকবার বলিয়া বসিবে এবং পুর্ন বিসমিল্লাহ বলে তিলাওয়াত শুরু করবে। (৯)...তিলাওয়াতের সময়ে হাসি তামাসা করিবেনা,বাজে কথা বলবেনা,কথা বলিবার বিশেষ দরকার হইলে কুরআন শরীফ বন্ধ করিয়া বলিবে। (১০)...রসুন,পিয়াজ,বিড়ি-তামাক ইত্যাদির দুর্গন্ধ মুখ হইতে দুর করিয়া তিলাওয়াত আরাম্ভ করিবে। (১১)...পুর্বের শুরার সাথে মিলাইয়া পড়িলে সুরা তাওবার পূর্বে বিসমিল্লা পড়িতে হয়না। সুরা তওবা হইতে তিলাওয়াত শুরু করলে যথারীতি আউযুবিল্লাহ বিসমিল্লাহ্‌ পূর্ন করিতে হইবে। (১২)...কুরআন শরীফ তিলাওয়াত শেষে উহা খুব তাযীম ও সম্মানের সহিত কোন উচু স্থানে রেখে দিবে। (১৩)...কুরআন শরীফের মর্যাদা বজায় রাখিবে, সর্বোপরি যে কেহ কুরআনের তাযীম করে সে মুলত আল্লাহ ও রাসুল (সাঃ) এর তাযীম করিলো আর বে-তাযীম করে সে প্রকৃতপক্ষে আল্লাহ ও তাহার রাসুলের বে-তাযীম করিলো। ♦♦অতএব,আমরা যারা কুরআন তিলাওয়াত করি সকলে কুরআনের উক্ত আদবগুলো মেনে তিলাওয়াত করোব। আল্লাহ আমাদের সকলকে উক্ত আদব সম্পর্কে খেয়াল রেখে কুরআন তিলাওয়াত করার তৌফিক দান করুক। !!! !! ! আমীন। সবাই ভালো থাবেন সুস্থ থাকবেন। আর সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন,এবং অন্যকে নামাজের দাওয়াত দিবেন। এই বলে আজকে এখানেই বিদায় নিচ্ছি।দেখা হবে পরের টিউনে।
Read more

Sunday, May 6, 2018

জামেলা ছাড়াই সবার আগে নিজের,বন্দুর ও সবার রেজাল্ট দেখুন পুরোপুরি প্রতিষ্ঠান লিষ্ট সহ। ♦↑↑↑

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। কেমন আছেন ড্রিমল্যান্ড এর প্রিয় বন্ধুরা?? আসা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা যখন আমাদের যে কোন পরিক্ষা শেষ হয়ে যায়,তখন আমরা একদম ফ্রি হয়ে যাই।আবার যখন রেজাল্ট এর তারিখ আসে তখন খুব পেরেশানি হয়ে যাই,কিভাবে সবার আগে রেজাল্টা দেখবো ঐ সময়ে অনেক ঝামেলা হয় যেমন, সার্ভারে সমস্যা করে বা অতিরিক্ত ভিজিটরের ফলে ওয়েবসাইট ডাউন হওয়া ইত্যাদি। তাই বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি টিপস নিয়ে হাজির হলাম,কিভাবে ঝামেলা ছাড়া নিজের এবং আপনার প্রতিষ্ঠানের সকলের রেজাল্ট দেখতে পারবেন। তো চলুন শুরু করি ⤵⤵⤵⤵⤵⤵⤵⤵  ★→পুরো প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে প্রবেশ করুন, http://mail.educationboard.gov.bd এবং প্রতিষ্ঠানের EIIN নম্বর দিন এবং বোর্ড দিন। আর হ্যা এই সার্ভারে সমস্যা হবে না। লিংক ★→শুধু নিজের রেজাল্ট দেখতে ভিসিট করুন লিংক https://eboardresults.com/app/ ধন্যবাদ। চলে যাচ্ছি দেখা হবে পরের টিউনে। সেই পর্যন্ত ড্রিমল্যান্ড এর সাথেই থাকুন। আর এ রকম টিপস পেতে dreamland.blogspot.com ভিসিট করুন।
Read more

Tuesday, January 23, 2018

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন,খারাপ থাকবেন ই বা কেন, কারন আপনি আছেন বিডি ড্রিমল্যান্ড এর সাথে।থাক আর কথা বাড়াব না,মূল পোষ্টে আসি। তো চলুন শুরু করা যাক ⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵ টিপস অ্যান্ড ট্রিক্স আজ আমি হাজির হলাম কিছু
Facebook Tricks নিয়ে। . অনেকেই আমকে ফেইসবুকেই বেশ কিছু সমস্যা নিয়ে আমার কাছে সাহায্য চেয়েছেন। আজ, সব সমাধান এক পোস্টে নিয়ে আসলাম যাস্ট আপনাদের জন্য। আশা করি আর প্রব্লেম পোহাতে হবে না কখনো।  . নিচের তথ্যগুলো জেনে নিন…. . ফেসবুকে আপনি – . (১) সর্বোচ্চ ৬০০০ গ্রুপের মেম্বার হতে পারবেন। . (২) সর্বোচ্চ ৫০০০ ফ্রেন্ড অ্যাড করতে পারবেন। . (৩) সর্বোচ্চ ৫০০০ পেজ লাইক করতে পারবেন। . (৪) একটি ছবিতে সর্বোচ্চ ৫০ জন ব্যক্তি বা পেজকে ট্যাগ করতে পারবেন। . (৫) সর্বোচ্চ ১৫০ জনকে নিয়ে চ্যাট গ্রুপ তৈরী করতে পারবেন। . (৬) লাইক দেয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোন সীমানেই। তবে প্রতি ৭ মিনিট পরপর একবারে ৪০ টি করে লাইক দিলে ব্লক হবেন না। সারাদিন ধরে করা যাবে। . (৭) ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর নির্দিষ্টকোন সীমা নেই। এটা নির্ভর করে একসেপ্ট করার পারসেন্টেজের উপর। . মনে করেন আপনি ৫০০ রিকোয়েস্ট পাঠালেন। সেই ৫০০ রিকোয়েস্টই একসেপ্ট করলো। তাহলে কোন সমস্যা হবে না। আবার ৫০ জনকে রিকোয়েস্ট পাঠালেন ৫০ জনই রিজেক্ট করলো। তখন আপনি ব্লক হবেন। তবে এটা ১০০% হতে হবে তেমন নয়। বলা যায় ৮০% হলেই হয়। . (৮) আপনি কোন কিছুতে ব্লক হলে যেমন লাইক,টিউমেন্ট ,মেসেজ, রিকোয়েস্ট পাঠানো, গ্রুপে ফ্রেন্ড অ্যাড ইত্যাদি ক্ষেত্রে। . সেই ব্লকের মেয়াদ কতদিন বাকি আছে জানতে Setting > বামে নিচে support inbox এ ক্লিক করুন। . (৯) কাউকে ক্লোজ ফ্রেন্ড লিস্টে রাখতে মোবাইল থেকে timeline > একেবারে নীচে see friend list > close friend বক্সে টিক দিয়ে done করুন। . (১০) একটি আইডি থেকে আপনি আনলিমিটেড পেজ role/ manage করতে পারবেন। . (১১) 60 দিনের আগে নাম চেন্জ করতে Setting> General> Name edit > নীচের দিকে নীল রঙের Learn more > আবারও নীচে learn more > let us know > যে নাম দিতে চান বক্সে লিখুন। . 1st এবং last name অবশ্যই লিখতে হবে। middle name না লিখলেও হবে > Reason forthis change > Legal Name Change>Choose এ ক্লিক করে যেকোনো একটি ফটো আপলোড করে send করে দিন। . ৭২ ঘন্টার ভিতর নাম চেঞ্জের অপশন আসবে। তখন চেন্জ করতে পারবেন। . (১২) মোবাইল থেকে পেজের অ্যাডমিন করতে প্রথমে page এ যান > ডানে more > edit setting> page roles > add person to page > বক্সে নাম সার্চ করে সিলেক্ট করুন > set as admin >ফেসবুক পাসওয়ার্ড দিয়ে continue > অপশন গুলো থেকে যেটা করতে চান সিলেক্ট করে add এ ক্লিক করুন। . (১৩) পিসি থেকে auto video play অফ করতে settings & privacy > বাম পাশে নীচে Videos>auto play videos > default করা আছে off করে দিন। এটা মোবাইলে ব্রাউজারে ডেক্সটপ ভিউ দিয়েও করা যায়। . (১৪) আপনার মৃত্যুর পর Real ID বাঁচিয়ে রাখতে উত্তরাধিকার সূত্রে কাউকে উইল করতে settings> security > নীচে legacy contact > নাম সার্চকরে সিলেক্ট করে দিন। . (১৫) পিসিতে একবারে ১০ টি করে ট্যাগ রিমুভ করতে timeline > view activity log > বামে নিচে photos > photos of you > টিক দিয়ে ১০ টি ট্যাগ সিলেক্ট করুন।ডানে উপরে লক্ষ্য করুন report/remove tags > I want the photosun tagged > Untag photos এ ক্লিক। এটা মোবাইলে ব্রাউজারে ডেক্সটপ ভিউ দিয়েও করা যায়। . (১৬) অন্য কারো পিসি বা মোবাইল থেকে আপনার আইডিতে লগইন করলেন। কিন্তু লগআউট করতে ভুলে গেলেন! এক্ষেত্রে অন্য কেউ আপনার আইডিতে ঢুকে ঝামেলা করতে পারে। . করণীয় হলো Settings > security > active sessions >last accessed এর বক্সে টিক দিয়ে remove selected করে দিন। লগ আউট হয়ে যাবে। . (১৭) যে সেটিংগুলো করতে ডেক্সটপ প্রয়োজন সেগুলো মোবাইলে Mozilla, Chrome ব্রাউজার ইনস্টল দিয়ে request desktop site অপশন সিলেক্ট করে করা যায় . ➡ ফেসবুক সংক্রান্ত যে কোন ফ্রী হেল্প এর জন্য যোগাযোগ করুন। !!! !! ! ধন্যবাদ♪♪♪♪ কষ্ট করে পোস্টটি পড়ার জন্য। আর নিত্য নতুন টিপস পেতে সাথে থাকুন।
Read more

Monday, January 22, 2018

মিনিট কিনে কথা বলার পরেও লিমিট ওভার হয়ে কাটা কাটে?? নিয়ে নিন সমাধান।

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন,খারাপ থাকবেন ই বা কেন, কারন আপনি আছেন বিডি ড্রিমল্যান্ড এর সাথে।থাক আর কথা বাড়াব না,মূল পোষ্টে আসি। তো চলুন শুরু করা যাক ⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵ [বিঃদ্রঃ]=সুধু অ্যানড্রয়েট ফোনের জন্য। আজ ছোট্ট একটা অ্যাপ শেয়ার করবো যেটা দিয়ে আপনি কল টাইম সিলেক্ট করে কথা বলতে পারবেন। অ্যাপ ডাউনলোড লিংক:⤵ ইনস্টল করে ওপেন করলে এরকম আসবে। কাজ শেষ। এখন আর মোবাইল এর দিকে তাকিয়ে কথা বলতে হবেনা,মিনিট শেষ হলে এমনেতেই কেটে যাবে। !!! !! ! ধন্যবাদ♪♪♪♪ কষ্ট করে পোস্টটি পড়ার জন্য। আর নিত্য নতুন টিপস পেতে সাথে থাকুন।
Read more

Wednesday, January 17, 2018

Android ফোনের লক ভুলে গেছেন??টেনশন করছেন??খুলে ফেলুন ৫ টি উপায়। [জেনে রাখা ভাল]

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন,খারাপ থাআর কথা বাড়াব না,মূল পোষ্টে আসি। তো চলুন শুরু করা যাক ⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵ *♦অ্যানড্রয়েড ফোন লক করতে অনেকেই প্যাটার্ন ব্যবহার করেন। কিন্তু বেখেয়ালে যদি প্যাটার্ন লক ভুলে যান তবে কী করবেন? জেনে নিন ফোনের প্যাটার্ন লক ভুলে গেলে ফোনটিকে কীভাবে আনলক করবেন। আজকে পাচটি পদ্ধতি দেখাবো লক খোলার,যার কোনো একটা আপনার কাজে লাগবে। ১নং♪ রিকভারি মোড লক স্ক্রিন খোলার বা রিমুভ করার এটা সহজ উপায়। কিচ্ছু নয়, সিম্পলি ফোনটিকে রিসেট করে দিন ফ্যাক্টরি রিস্টোর সেটিংসে গিয়ে। আর এটা করতে গেলে আগেভাগে আপনার ফোনটিকে রিকভারি মোডে রাখতে হবে। ধাপ ১- ফোনের সুইচ অফ করুন। ভলিউম বাড়ানোর সুইচটি প্রেস করে হোল্ড করে রাখুন। একইসঙ্গে হোল্ড করুন হোম এবং পাওয়ার বাটনটিও। একসঙ্গে ভলিউম আপ, হোম ও পাওয়ার বাটন চেপে ধরে রাখলে রিকভারি মোডে চলে যাবে ফোন। ধাপ ২- বুটলোডার ওপেন হয়ে গেলে রিকভারি মোড সিলেক্ট করে পাওয়ার বাটন প্রেস করুন। ধাপ ৩- রিকভারি মোডে যাওয়ার পর ভলিউম ডাউন সিলেক্ট করুন, সিলেক্ট করুন ‘Wipe data/factory reset‘ অপশনটিকে। মোবাইল এরপর নিজে নিজেই রিবুট করে নেবে। ২নং♪ সেফ মোডে ফোন বুট করুন যদি আপনি কোনও থার্ড পার্টি লক স্ক্রিন ব্যবহার করে থাকেন, তাহলে এই উপায় কাজে দেবে। কিছু সেকেন্ডের জন্য পাওয়ার বাটন হোল্ড করে রাখুন। যতক্ষণ না টার্ন অব ইওর ফোন অপশন আসে, ততক্ষণ। কয়েক সেকেন্ড পাওয়ার অফ বাটন ট্যাপ করে থাকলেই এন্টার সেফ মোডের অপশন আসবে। এই মোডে গেলে লক স্ক্রিনের ডেটা ইরেজ করে দেবে, আনইনস্টল করে দেবে আর রিবুট করিয়ে আবার ফোনকে সেফ মোডে নিয়ে আসবে। ৩নং♪ অ্যানড্রয়েড ডিভাইস ম্যানেজার ব্যবহার করে লক স্ক্রিন রিমুভ বা বাইপাস করা যায়। যদি আপনি আপনার ফোনে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে থাকেন, তাহলেই অবশ্য এটা কার্যকরী হবে। ধাপ ১- জিমেইল আইডি দিয়ে অ্যানড্রয়েড ডিভাইস ম্যানেজারে লগ ইন করুন। ধাপ ২- ডিভাইস কানেক্ট হয়ে গেলে লক বাটনে ক্লিক করুন। এরপরেই নতুন উইন্ডো চলে আসবে, কারেন্ট পিন, পাসওয়ার্ড বা প্যাটার্ন রিপ্লেস করে নতুন পাসওয়ার্ড চাইবে ফোন। ধাপ ৩- নতুন পাসওয়ার্ড দিয়ে দিন, ঝামেলা মিটে যাবে। ৪নং♪ এডিবি ব্যবহার করুন যদি USB debugging অপশন এনাবল করে রাখেন তাহলেই কিন্তু এটি কাজ করবে। আর যদি আগে থেকে কপাল গুনে করে রাখেন, তাহলে আপনার ফোনটিকে আপনার পার্সোনাল কম্পিউটারে কানেক্ট করুন, কম্পিউটার কানেক্ট করুন এডিবির মাধ্যমে। কমান্ড প্রম্পট ওপেন করুন, কমান্ড টাইপ করুন. adb shell rm /data/system/gesture.key, এরপর এন্টার দিন। ফোন রিবুট হয়ে যাবে, লক স্ক্রিনও পাল্টাতে পারবেন। ৫নং♪ ফাইন্ড মাই মোবাইল সার্ভিস স্যামসাং ফোন যদি ব্যবহার করে থাকেন, তাহলে এই অপশন কাজে লাগবে। ধাপ ১- স্যামসাং অ্যাকাউন্টে যেন লগ ইন করা থাকে। ধাপ ২- লক মাই স্ক্রিন অপশনে ক্লিক করুন। ধাপ ৩- নতুন পিন দিন, লক বাটনে ক্লিক করুন। ধাপ ৪- পিন পাল্টে যাবে, নতুন পিন দিয়ে আনলক করতে পারেন। !!! !! ! ধন্যবাদ♪♪♪♪ চলে যাচ্ছি আবার দেখা হবে ইনশাআল্লাহ। কষ্ট করে পোস্টটি পড়ার জন্য। আর নিত্য নতুন টিপস পেতে সাথে থাকুন।
Read more

Tuesday, December 26, 2017

শিক্ষানীয় গল্প___পড়লে কিছু শিখতে পারবেন।সময়টুকু অপচয় হবেনা কথা দিচ্ছি!


আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আসা করি সবাই মিলে ভালো আছেন,
কারন:বিডি ড্রিমল্যান্ড এর সাথে থাকলে সবাই ভালোই থাকে। তো! শুরু করা যাক,
একদিন এক মুসলমান লোক চুল কাটতে
গেছে এক নাপিতের দোকানে।
কিন্তু নাপিত হল নাস্তিক।
তাঁর চুল কাটার সময় তাকে বিভিন্ন যুক্তি
দিয়ে বুঝাতে চাচ্ছে যে সৃষ্টিকর্তা নেই।
নাস্তিক নাপিত বলতে লাগলঃ যদি ঈশ্বর
থাকত তাহলে এত লোক অনাহারে মরত
না।
সে বাইরে একটা বস্ত্রহীন মানুষ দেখিয়ে
বললঃ যদি ঈশ্বর থাকত তাহলে ওই লোক
অনাহারে কেন?
মুসলমান লোকটা কিছু বলল না। চুপ চাপ
শুনে যেতে লাগল।
এরপর যখন তার চুল কাটা শেষ হল সে
বাইরে গেল এবং নাপিতকে বাইরে
ডেকে বললঃ এই এলাকায় কোন নাপিত
নেই।
নাপিত তার কথায় অবাক হয়ে গেল এবং
বললঃ নাপিত না থাকলে আপনার চুল
কাটল কে?
তারপর মুসলমান লোকটা কতগুলো লম্বা চুল
ওয়ালা মানুষকে দেখিয়ে বললঃ নাপিত
থাকলে ওই লোক গুলোর চুল লম্বা কেন?
নাপিত বললঃ ওই লোকগুলো কে তো
আমার কাছে আসতে হবে।
আমার কাছে না আসলে অথবা আমাকে
না বললে আমি কি কিছু করতে পারব?
মুসলমান লোকটা তখন বললঃ তেমনি,
সৃষ্টিকর্তার কাছে না গেলে,
সৃষ্টিকর্তাকে না ডাকলে সৃষ্টিকর্তা
তোমার জন্য কি করতে পারবে??
নাস্তিকেরা মগজে নাও ..
নিত্য নতুন টিপস পেতে লেগে থাকুন,
www.bddreamland.blogspot.com
Read more

Dreamland © 2014. All Rights Reserved | Powered By Blogger

Published By Pro Templates Lab | Designed by- Neon